৭৫ বছর বয়সে এভাবেও ফিরে আসা যায়!

bcv24 ডেস্ক    ০১:১৩ এএম, ২০২২-০৪-১৯    75


৭৫ বছর বয়সে এভাবেও ফিরে আসা যায়!

‘সেদিন কোনো কারণ ছাড়াই আমি দৌড়ানোর সিদ্ধান্ত নিই।’

‘ফরেস্ট গাম্প’ সিনেমায় কথাটা স্বয়ং ফরেস্টের। কোনো কারণ ছাড়া কিছু করা, সেটাও মাইলের পর মাইল দৌড়ানো, বিশ্বাস করা কঠিন। মায়ের মৃত্যু, প্রেমিকা জেনির প্রস্থান, এমন কোনো কারণে ভেতরে পুড়ছিলেন বলেই হয়তো দৌড়েছেন ফরেস্ট। ভ্যালেরি রোগোশেস্কের দৌড়ানোর পেছনে এমন কোনো দহন ছিল না। এক বন্ধু তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‘এক দূরত্ব কত দ্রুত দৌড়াতে পারবে?’ এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে রোগোশেস্কের জীবনটাই পাল্টে গেল!

১৯৬৯ সালের সেই দিনগুলোয় সেন্ট ক্লাউড স্টেট কলেজে শারীরিক শিক্ষায় ডিগ্রি নেওয়ার অপেক্ষায় ছিলেন রোগোশেস্কে। বন্ধুর কথা শুনে কৌতূহলী মন তাঁকে দৌড়ের ট্র্যাকে টেনে নিয়ে যায়। ভ্যালেরি নিজের সামর্থ্য সম্বন্ধে ধারণা পেতে চেয়েছিলেন। ট্র্যাকে মাইল–দূরত্ব শেষ হওয়ার আগেই ক্লান্ত শরীর তাঁকে থামিয়ে দেয়। জেদি মনের মেয়েটি এ ব্যর্থতা মেনে নিতে পারেনি। অনুশীলন করে প্রস্তুত করছিল নিজেকে। সুযোগ চলে আসে ১৯৭২ বোস্টন ম্যারাথনে। ১৮৯৭ সালে শুরু হওয়া এ ম্যারাথন দৌড়ে তখনো নারীদের আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু রোগোশেস্কে অন্য ধাতে গড়া মানুষ। পরিকল্পনা করলেন পুরুষদের সঙ্গেই দৌড়াবেন। সে জন্য একরকম ‘গেরিলা’ পরিকল্পনাও তাঁর মাথায় ছিল।

দৌড়ানোর ট্র্যাকের পাশেই ঝোপঝাড়ে লুকিয়ে থাকার বুদ্ধি এঁটেছিলেন রোগোশেস্কে। দৌড় শুরু হওয়া মাত্র ঝোপঝাড় থেকে বের হয়ে দৌড়বিদদের দঙ্গলে মিশে যাবেন—ভ্যালেরি রোগোশেস্কের এই পরিকল্পনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেবার ম্যারাথন শুরুর দুই সপ্তাহ আগে বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন মেয়েদের আনুষ্ঠানিকভাবে দৌড়ানোর অনুমতি দেয়। প্রথমবারের মতো আটজন নারী এই প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেন, যাঁদের মধ্যে ভ্যালেরি রোগোশেস্কেও ছিলেন। 

এই এপ্রিলেই অনুষ্ঠিত সে দৌড়ে ৩ ঘণ্টা ১০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলেন নিনা কুসিক। তবে রোগোশেস্কের মহিমা অন্য জায়গায়। সেই ম্যারাথন দৌড়ের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনে এবারের বোস্টন ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৫ বছর বয়সী রোগোশেস্কে, তাঁর দুই কন্যা ও এক নিকট আত্মীয়ও দৌড়েছেন। সোমবার শুরু হওয়া ১২৪ বছরের পুরোনো এই ২৬.২ মাইল দৌড় প্রতিযোগিতায় রোগোশেস্কে যে অন্য মাত্রার সংযোজন, তাতে কোনো সন্দেহ নেই। ‘বোস্টন এইট’ নামে পরিচিত সেই আট নারীর মধ্যে পাঁচজন থাকবেন এবারের প্রতিযোগিতায় নারীদের অংশ নেওয়ার ৫০ বছর পূর্তি উদ্‌যাপনে, তবে দৌড়েছেন শুধু রোগোশেস্কে।

যে দৌড় প্রতিযোগিতা শুরুর পর ৭৬ বছর নারীরা অংশ নিতে পারেনি, সে প্রতিযোগিতায়ই প্রথমবার অংশ নেওয়া কোনো নারীদের মধ্যে কেউ এবার দৌড়েছেন, যেখানে এখন নারী প্রতিযোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি। ভাবা যায়!

রোগোশেস্কে মনেপ্রাণে দৌড়বিদ বলেই হয়তো পেরেছেন। বোস্টন ম্যারাথনে নারীদের আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার ২৫ বছর পূর্তিতেও তিনি এই প্রতিযোগিতায় দৌড়েছেন, ‘প্রথম বছর আমরা যে আটজন দৌড়েছিলাম, তখন আমি ২৫ বছর বয়সী। ২৫ বছর পূর্তিতে যখন ফিরলাম তখন আমার বয়স ৫০ বছর। যদিও অর্ধেক পথ পর্যন্ত গিয়ে আর পারিনি। এবার ৭৫ বছর বয়সে দৌড় শেষ করতে চাই।’ এই ৫০ বছরে মেয়েদের ম্যারাথন কতটা এগিয়েছে, তা নিয়েও বললেন রোগোশেস্কে, ‘৫০ বছর আগের কথা যদি ভাবি, মেয়েরা তখন ম্যারাথনে দৌড়াতে পারত না। এখন আমাদের কন্যারা বড় হচ্ছে হাইস্কুল ও কলেজ থেকেই এসব সুযোগ নিয়ে। এই ৫০ বছরে যদি ফিরে তাকাই, আমার মতে, আমরা অনেক দূর এসেছি আসলে। ১৯৭২ সালে সব মিলিয়ে দৌড়বিদ ছিল ১২০০। ৮ জন নারী থেকে এখন সংখ্যাটা ১৪০০।’

অথচ ১৯৭২ সালে প্রথমবারের মতো দৌড়ানোর আমন্ত্রণ পাওয়ার পর একটু হতাশই হয়েছিলেন রোগোশেস্কে, ‘বলতে লজ্জা লাগছে, দৌড়ানোর আমন্ত্রণ পাওয়ার পর একটু হতাশই হয়েছিলাম। আমি চেয়েছিলাম, ঝোপের মধ্যে লুকিয়ে থাকব, দৌড় শুরুর পর তাতে অংশ নেব। নিনা কুসিক, ক্যাথরিন সুইৎজার, সারা মায়ে বেরমানরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমার যোগ দিতে একটু দেরি হলেও সুযোগটা ঠিকই পেয়েছিলাম।’

রোগোশেস্কে ঝোপঝাড় থেকে হুট করে বেরিয়ে ছেলেদের দৌড়ে অংশ নেওয়ার প্রেরণা ছিলেন ববি গিব। ১৯৬৬ সালে প্রথম নারী হিসেবে আনঅফিশিয়ালি বোস্টন ম্যারাথনে দৌড়ান এই নারী। সে সময় তাঁকে বলা হয়েছিল, ‘নারীরা ম্যারাথনে অংশ নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম না।’ তাকে অফিশিয়ালি দৌড়াতে দেওয়া হয়নি। ববি গিবও পাত্তা দেননি। দৌড়ের স্টার্টিং লাইন শুরু হওয়ার পাশেই ঝোপে লুকিয়ে ছিলেন। প্রায় অর্ধেকসংখ্যক দৌড়বিদ দৌড় শুরুর পর যোগ দেন ববি গিব।

নারীরা দৌড়ানোর ছাড়পত্র পেয়ে যাওয়ায় ববি গিবের মতো আর হতে পারেননি রোগোশেস্কে। দৌড়ের প্রস্তুতি নিতে সাহায্য পান জীবনসঙ্গীর কাছ থেকে। প্রস্তুতির সুবিধার্থে রোগোশেস্কেকে কিছু বইপত্র জোগাড় করে দেন তাঁর স্বামী। এর আগে ম্যারাথনে দৌড়েছেন, এমন কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে পরামর্শও পান। ৪ ঘণ্টা ২৯ সেকেন্ডে ৩২ মিনিট সময় নিয়ে সেই দৌড়ে ষষ্ঠ হয়েছিলেন রোগোশেস্কে। তবে এই টাইমিংয়ের চেয়ে তাঁর বড় প্রাপ্তি ছিল দৌড়ে ওয়েলসলি কলেজ পার হওয়ার সময় সেখানকার ছাত্রীরা চিৎকার করে তাঁকে সমর্থন দিয়েছেন, ‘এগিয়ে যাও বোন, এগিয়ে যাও!’

১৯৯৭ সালে হাঁটুর চোট নিয়ে বোস্টন ম্যারাথনে নারীদের অংশ নেওয়ার ২৫ বছর পূর্তিতে দৌড় শেষ করতে পারেননি রোগোশেস্কে। তবে ওয়েলসলি কলেজ পেরিয়ে গিয়ে থেমেছেন। কে জানে, হয়তো সেই সমর্থন তাঁকে থামতে দেয়নি, ‘২৫ বছর পর এখানে ফিরে ওয়েলসলি কলেজ পার হয়ে থেমেছিলাম। তখন সবাইকে দেখে নিজের মেয়ের বয়সী মনে হয়েছে। এ বছর আবারও জায়গাটা দৌড়ে পার হতে চাই, তখন সবাইকে দেখে নিশ্চয়ই নাতনির বয়সী মনে হবে।’

এই বয়সেও ম্যারাথনে দৌড়ানোর জন্য আলাদা একটি পদ্ধতি অবলম্বন করছেন রোগোশেস্কে। ১৯৭২ সালের অলিম্পিয়ান জেফ গ্যালওয়ে ‘রান ওয়াক রান’ নামের এই পদ্ধতি বের করেন। গোটা দৌড়ে তিনি ৩০ সেকেন্ড পরপর দৌড়াবেন এবং হাঁটবেন। ছয় মাস ধরে এই পদ্ধতিতে নিজেকে ঘষামাজা করে ২১ মাইল পর্যন্ত দৌড়েছেন রোগোশেস্কে।

এই না হলে দৌড়বিদ!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত